ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন ঋষভ পান্ত। স্বাভাবিক অবস্থায় ফিরতেও দীর্ঘ সময় লেগেছে তার। সেই কঠিন সময় পার করে পান্ত এখন অপেক্ষায় আছেন মাঠে ফেরার। আইপিএলে তার কাঁধেই থাকছে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব।
তবে কিপার-ব্যাটসমান পরিচয়ে তাকে দেখা যাবে না শুরুর ম্যাচগুলোতে। শরীরের অবস্থা বুঝে তিনি কিপিং করতে পারেন টুর্নামেন্টের পরের ভাগে। দিল্লি ক্যাপিটালসের সহ-সত্বাধিকারী পার্থ জিন্দাল এসব তথ্য জানিয়েছেন ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে।
‘প্রথম সাত ম্যাচে আমরা ওকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলাব। এরপর ওর শরীর যেভাবে সাড়া দেয়, সেটা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব (কিপিং নিয়ে)।’- আরও যোগ করেন তিনি।
২৬ বছর বয়সী পান্ত ভারত ও দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই তার মাঠে ফেরাটা ভারতীয় দর্শকদের জন্য স্বস্তির খবর।