কালিয়াকৈরে একজনের লাশ উদ্ধার

0

গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হিজলহাটি এলাকা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত হলেন টাঙ্গাইল জেলার ভূয়াপু্র থানার ঢরভদ্রশিমুল গ্রামের মজিদ খায়ের ছেলে হুমায়ুন খাঁ (২৬)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন খাঁ দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে টাঙ্গাইল জেলা থেকে স্ত্রী-সন্তান নিয়ে উপজেলার হিজলহাটি এলাকায় ভাড়া থেকে কারখানায় চাকরি করে আসছে। বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। কিছুদিন পূর্বে স্বামীর সাথে ঝগড়া করে অন্যত্র বাসা ভাড়া করে সেখানে বসবাস করে আসছে স্ত্রী। হুমায়ূন বুধবার রাতে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির মালিকের স্ত্রী নিলুফা ইয়াসমিন রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দরজা বন্ধ দেখতে পায়। পরে হুমায়ুনকে ডাকতে থাকে। তার ডাকে কোনো শব্দ না পাওয়ায় তিনি ডাক চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ঘরের পিছনের জানালা দিয়ে দেখতে পায় হুমায়ূন ঘরের আড়ার সাথে ঝুলে রয়েছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here