জার্মানিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বার্লিনের বাংলাদেশ দূতাবাস নগরীর একটি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে নানা দেশ থেকে জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের।
এতে অতিথিদের আসন অলংকৃত করেন ভারত, নেপাল, আফগানিস্তানের রাষ্ট্রদূতসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষাবিদ। পরে দিবসটির তাৎপর্য নিয়ে সভাপতির বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।