সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাহীন প্রামাণিক (২৭) নামের অস্ত্র ব্যবসায়ী এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক জেসমিন আরা জাহান এ দণ্ডাদেশ প্রদান করেন। শাহীন প্রামাণিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামাণিকের ছেলে। আদালতের সহকারী সরকারি কৌসুলি মহসীন খান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থকে জানা যায়, ২০১৮ সালের ২০ আগস্ট রাতে র্যাব-১২ সদস্যরা উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্ত্বরের কাছে অস্ত্র কেনাবেচার সময় অভিযান চালিয়ে শাহীন প্রামানিককে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় র্যাব-১২’র এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত শাহীন প্রামাণিককে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।