আইএমএফের কাছে চিঠি লিখছেন ইমরান খান

0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সদ্যসমাপ্ত নির্বাচনে কারচুপি হওয়ায় দেশের আর্থিক সহায়তা বাতিলের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি লিখছেন। বৃহস্পতিবার দলটির নেতা আলী জাফর জানিয়েছেন,  পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা আইএমএফকে চিঠি দেবেন। 

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন পিটিআই নেতা আলী জাফর। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজই (বৃহস্পতিবার) আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান। আইএমএফ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং অন্যান্য সংস্থার সনদে বলা আছে, কেবল সুশাসন থাকলেই তারা যেকোনও দেশে কাজ করতে বা ঋণ দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here