দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) বিয়ের করলেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। ইতিমধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর।
ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করেছেন এই তারকা জুটি। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।
গত শনিবার রাতেই সপরিবার গোয়ায় উড়ে গিয়েছেন হবু বর-কনে। সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদের পাশাপাশি বিয়ের সমস্ত উদযাপনই হয়েছে গোয়াতে। তবে এখন পর্যন্ত নবদম্পতি বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দু’জনকে।