ভারতের বিপক্ষে রাজকোট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বড় হারের পর থেকে ইংল্যান্ডের বহুল আলোচিত বাজবল কৌশল নিয়ে চলছে প্রবল সমালোচনা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের একজনের সমর্থন অবশ্য পাচ্ছে তারা। বাইরের কথায় কান না দিয়ে ইংলিশদের আগ্রাসী ব্যাটিংয়ের কৌশলের সঙ্গে লেগে থাকার পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক।
জয় দিয়ে ভারত সফর শুরুর পর টানা দুই হারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ২-১ ব্যবধানে পিছিয়ে আছে ইংল্যান্ড। রাজকোটে তৃতীয় টেস্টে তারা হারে ৪৩৪ রানে। ১৯৩৪ সালের পর যা এই সংস্করণে রানের হিসাবে তাদের সবচেয়ে বড় পরাজয়।
আগ্রাসী ক্রিকেট খেলায় যে ঝুঁকি আছে, তা ভালো করেই জানেন ক্লার্ক। সেটা মেনে নিয়েই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘রাউন্ড দা উইকেট’ শোতে আলাপচারিতায় স্টোকসদের তাদের কৌশলে আস্থা রাখতে বললেন অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
“এখন ইংল্যান্ডের ঐক্যবদ্ধ হওয়ার সময়। বাজবল বা যাই বলুন না কেন, যদি তারা এভাবেই খেলতে চায়, তাহলে তাদের নিজেদের প্রতি আস্থা রাখতে হবে। অন্যরা কী ভাবছে, তা নিয়ে চিন্তা করা যাবে না। তারা যদি মনে করে যে, এভাবে খেলাটা ভারতকে হারানোর সেরা সুযোগ, তাহলে নিজেদের প্রতি আস্থা রাখুক।”
আগামী শুক্রবার রাঁচিতে শুরু হবে চতুর্থ টেস্ট।