ভারতীয় বাংলা সিনেমার তারকা দম্পতি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল ব্যানার্জি সব মান-অভিমান ভুলে গত বছর থেকে ফের একসঙ্গে সংসার শুরু করেছেন। বর্তমানে তাদের সম্পর্কের সমীকরণটা কোন জায়গায় দাঁড়িয়ে? ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখে পড়েন প্রিয়াঙ্কা সরকার।
জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘আমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমাদের আরো একটু সময় চাই। কারণ মাঝে আমাদের দু’জনের জীবনেই অনেক কিছু ঘটেছে। যুগল হিসেবে হয়তো তখন আমরা সফল ছিলাম না। কিন্তু আমরা এখনো বন্ধু এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। দু’জনেই দু’জনের ভুল-ত্রুটিগুলো জেনে আমাদের এই উদ্যোগটা সফল হোক সেটাই চাই, হবে কী না জানি না।’
জীবনে দ্বিতীয় সুযোগে বিশ্বাস করেন? জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘আমি এক সময় প্রচুর ভুল করেছি। ঈশ্বরের আশীর্বাদে আবার সুযোগ পেয়েছি। ১৭ বছর বয়সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম, বহু বছর মা-বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। আজকে আমি আমার মা-বাবার সঙ্গেই রয়েছি। এই সুযোগটা তো সকলে পান না। আমি যখন সুযোগ পেয়েছি, তখন ইগো ধরে রেখে অন্য কাউকে তার ভুল শুধরে নেওয়ার সুযোগ না দেওয়াটা ঠিক নয়।’
এখন আপনার কী মনে হচ্ছে পুনরায় সম্পর্কে ফেরার সিদ্ধান্তটা সঠিক? জবাবে প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘এত দ্রুত এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কিন্তু হ্যাঁ, কিছু সুবিধা হয়তো হয়েছে। যেমন- আমি ও রাহুল দুই পরিবারের দায়িত্ব ভাগ করে নিচ্ছি, ফলে কাজে বেশি মন দিতে পারি।’
উল্লেখ্য, ভালোবেসে বিয়ে করেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তাদের সংসার জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু পুত্র সহজের জন্মের পর তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। তারপর পাল্টাপাল্টি অভিযোগ করে বহুবার খবরের শিরোনাম হয়েছেন তারা। পরে পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রিয়াঙ্কা সরকার।