বার্সেলোনার গাভির নিবন্ধন আটকে দিলো লা লিগা

0

বার্সেলোনার মিডফিল্ডার গাভির নিবন্ধন আটকে দিয়েছে লা লিগা। ফলে কাতালান ক্লাবটির মূল দলের খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। একই সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে তার ৬ নম্বর জার্সি।  

গত জানুয়ারিতে বার্সেলোনার মূল দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত হন গাভি। তখন তাকে দেওয়া হয়েছিল ৬ নম্বর জার্সি, একটা সময় যেটি পরতেন দলটির বর্তমান কোচ শাভি এর্নান্দেস। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here