ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলায় আহত সিদ্দি গ্রামের রাজু আহমেদ হিয়া জানান, তাদের পারিবারিক জমিজমা চাচা আব্দুর রাজ্জাকসহ সবার মধ্যে হিস্যা অনুযায়ী ভাগ করা হয়। বণ্টন হওয়া একটি জমির দলিল আব্দুর রাজ্জাকের নামে না থাকলেও জমির রেকর্ড তার নামে থাকায় জমি ছাড়তে রাজি হয় না সে। বুধবার সকালে সেই জমির ওপর স্থাপনা করতে গেলে হামলা চালায় রাজ্জাক সমর্থকরা।
এসব তথ্য নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।