রাশিয়া একটি ‘যুদ্ধ মেশিন’ : ডোনাল্ড ট্রাম্প

0

ইউক্রেনে শত শত কোটি ডলারের অতিরিক্ত সহায়তা পাঠানোর বিরোধিতা ব্যাখ্যা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার টাউন হল মিটিংয়ে বলেছেন, রাশিয়া একটি ‘যুদ্ধ মেশিন’ যা অতীতে শক্তিশালী আক্রমণকারীদের পরাজিত করেছে।

টাউন হলের উপস্থাপক ফক্স নিউজের লরা ইনগ্রাহাম মার্কিন অর্থ পেতে কিয়েভের মরিয়া হয়ে ওঠার কথা উল্লেখ করার পর ট্রাম্প রাশিয়ার সামরিক দক্ষতার কথা তুলে ধরেন।

 ট্রাম্প যুক্তি দেন, ইইউ দেশগুলির জন্য সংঘাতের ঝুঁকি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি। তাদের কিয়েভকে সমর্থন করার জন্য আরও বেশি অর্থ প্রদান করা উচিত।

তিনি পুনর্ব্যক্ত করেন, তিনি যদি হোয়াইট হাউসে থাকতেন, তাহলে যুদ্ধ শুরু হতো না এবং ভোটাররা তাকে ওভাল অফিসে ফিরিয়ে দিলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে সেগুলি শেষ করতে পারতেন। 

ইউরোপীয় দেশগুলোর ইউক্রেনে অর্থ দেওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, আমাদের মাঝে একটা সাগর আছে। তাদের সেই মহাসাগর নেই। আপনি জানেন কেন তারা টাকা দেয়নি? কারণ তাদের কাছে কেউ চায়নি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here