টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত

0

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকালে ৪টা পর্যন্ত। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুইটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার নির্বাচনে ৭৮৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। 

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প‌্যানেল থেকে একেএম শামিমুল আকতার সভাপতি পদে এবং মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here