ইউক্রেনের আভদিভকা শহর দখলের জন্য সেনাদের মেডেল দিলেন পুতিন

0

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলে বিজয় উদযাপনের অংশ হিসেবে রুশ সেনাদের পদক দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বুধবার ক্রেমলিনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিন বিমান ও মহাকাশ বাহিনীর সৈন্যদের রাষ্ট্রীয় সম্মান জানাতে মস্কোর বাইরে চাকালভস্কি বিমানঘাঁটিতে গিয়েছিলেন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নেতার সঙ্গে তার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু সাক্ষাৎ করেন। মন্ত্রী একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

এর আগে বুধবার রাশিয়ার সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনের কাছে সেনাদের পরিদর্শন করেন এবং আভদিভকার হামলায় অংশ নেওয়া সৈন্যদের পুরস্কার প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here