ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ঋতুরাজ সিং মারা গেছেন। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। অগ্ন্যাশয় সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার। সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ঋতুরাজ। ফিরতেই সোমবার রাত ১২টা নাগাদ মারা যান তিনি।
সম্প্রতি হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে দেখা গেছে তাঁকে। তবে তার লম্বা ক্যারিয়ারে টেলিভিশনসহ একাধিক সিনেমায় দেখা গেছে তাকে।
তিনি টেলিভিশনে ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়াও আলিয়া ভাট, বরুণ ধওয়ানের সঙ্গে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ। ছিলেন ‘ইয়ারিয়া টু’ ছবিতেও।