ইউরোপকে যে হুঁশিয়ারি দিল হুথি

0

ইয়েমেনের শীর্ষ কর্মকর্তা ইউরোপিয়ান ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছে বলেছে, আগুন নিয়ে খেলবেন না। ২৭ দেশের এই জোটটি সম্প্রতী লোহিত সাগরে নৌ সামরিক মিশন শুরু করেছে।

হুথির শীর্ষ নেতা মোহাম্মদ আলি হুথি আজ মঙ্গলবার এই হুঁশিয়ার দেন। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের এই শীর্ষ নেতা বলেছেন, ‌‘ব্রিটিশ থেকে শিখে ইউরোপিয়ানদের উচিত আগুন নিয়ে না খেলা। আমেরিকার শয়তানিতে সায় দিয়ে গাজার মানুষের ওপর গণহত্যায় সহায়তা করার কোনো দরকার নেই।’

হুথি বলেছে, ইইউর এই মিশন লোহিত সাগরে সামরিক উত্তেজনা আরো বাড়াবে। আন্তর্জাতিক সমুদ্র ব্যবস্থা আরো বেশি ঝুঁকিতে পড়বে। আর তার ফলে ইউরোপের দেশগুলোতে খাদ্য সামগ্রী সরবরাহেও ব্যাঘাত ঘটবে। 

 

সূত্র: প্রেস টিভি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here