খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে ৩টি দোকান ভস্মীভূত হয়। পাশে থাকা দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ক্ষতি সাধন হয়।
পানছড়ি বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের চেষ্টায় দু’ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পানছড়ির ষ্টেশন মাষ্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছে। আগুনের অবস্থা ভয়াবহ থাকলেও সকলের সহযোগিতার কারণেই স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আপনাদের যে ক্ষয়ক্ষতি তা আসলে কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন, চাল ও আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে তিনি জানান।