গৃহকর্মীর মৃত্যু : ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর জামিন মেলেনি

0

গৃহকর্মী মৃত্যুর মামলায় ইরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারহা দিবা ছন্দা শুনানি শেষে এ আদেশ দেন।

মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি আইনের ৩০৪ (ক) ধারায় অভিযোগ করা হয়েছে। এ মামলায় গত ৭ ফেব্রুয়ারি তাদের গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ। এরপর জেলগেট ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here