বাংলাদেশে ফোনের বাজারে আসছে রিয়েলমি নোট ৫০। আগামী ২২ ফেব্রুয়ারি উন্মোচন করা হবে রিয়েলমি নোট ৫০ ডিভাইসটি। একটি ‘লং লাস্টিং ভ্যালু কিং’ হিসেবে নিজের অবস্থান ধরে রাখার প্রত্যাশা রয়েছে এই টেক ফোনটির।
মজবুত অ্যালুমিনিয়াম কাঠামো সমৃদ্ধ রিয়েলমি নোট ৫০ টেকপ্রেমী গ্রাহকদের দেবে অসাধারণ স্থায়িত্বের গ্যারান্টি! রিয়েলমি নোট ৫০ তরুণ স্মার্টফোন প্রেমীদের দেবে গতিসম্পন্ন গেমিং ও অ্যাপ চালানোর সুযোগ।