ফরিদপুরে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলার অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভী রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাসসহ ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জেলার মাশরুম চাষিদের স্টল পরিদর্শন করেন।