গাজীপুরের পুবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে এক লাখ পঁচিশ হাজার ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় চার মাদককারবারিকেও গ্রেফতার করা হয়েছে। ইয়াবা বহনকারী ওই বাসটিকে জব্দ করা হয়েছে।
গতকাল সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কামারগাও এলাকা থেকে ইয়াবা উদ্ধার ও মাদককারবারিদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক কারবারিরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় জিএমপি’র গোয়েন্দা বিভাগ। কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদকবহনকারী ওই পিকনিকের বাসটি সোমবার গাজীপুর মহানগরের পুবাইল কুমারগাও এলাকায় পৌঁছালে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এসময় বাসের ভিতরে বিভিন্নস্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে। সেই সঙ্গে বাসে থাকা চার মাদককারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগরের টঙ্গীপূর্ব থানার গাজীপুরা এলাকা আবুল কাশেমের ছেলে শামীম হোসেন (৩৬), একই এলাকার মোহাম্মদ ইমান আলীর ছেলে ইমারত হোসেন (৩২), ময়মনসিংহের ত্রিশাল থানার ধানখোলা এলাকার মৃত আইয়ুব আলী খানের ছেলে ইব্রাহীম খলিল (৫৭) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেবগ্রাম এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রমজান আলী।
জিএমপির উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন জানান, মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা। গ্রেফতার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।