১৫২ রানের টার্গেট প্রথমে খুব সহজ মনে হলেও মাঝপথে ঘুরে দাঁড়ায় ফরচুর বরিশালের বোলাররা। ব্রান্ডন কিংয়ের ২২ বলে ঝোড়ো ৪৫ ও সাকিব আল হাসানের ১৫ বলে ২৯ রানের তাণ্ডবের পরই ভাঙন রংপুর শিবিরে।
টানা তিন ব্যাটার সুবিধা করতে পারেননি। ফলে ধুঁকতে হয় রংপুর রাইডার্সকে। তবে সাতে নেমে হিসেবটা আবার সোজা করে ফেলেন জিমি নিশাম (১৭ বলে ২৮)। এই ঝোড়ো ইনিংসে ভর করেই জয়ে কাছাকাছি চলে যায় রংপুর। তবে সেখানেও নাটকীয়তার শেষ হয়নি। শেষ পর্যন্ত শেষ ওভারের শেষ দিকে গিয়ে জিততে হয়েছে রংপুরকে।
শুরুতে ব্যাট করে ২০ বলে তামিমের ৩৩, ২৪ বলে ব্রান্টনের ২৬ আর ২৭ বলে মায়ার্সের ঝোড়ো ৪৬ রানের পর ফরচুন বরিশালের আর কোনো ব্যাটারই রংপুর রাইডার্সের বোলারদের তোপের সামনে টিকতে পারেননি।
ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানেই থামতে হয়েছে তামিমের দলকে। মুশফিক ৫, সৌম্য ০ আর রিয়াদ করেছেন ৯ রান।
রংপুরের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন আবু হায়দার। হাসান মাহমুদের শিকার ২।