বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করায় তিন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা।
গত মাসে কয়েকশ সেনাসহ তারা আত্মসমর্পণ করলে গুরুত্বপূর্ণ একটি শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠীর কাছে হাতে চলে যায়। যে কারণে সামরিক আদালতে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জান্তার দুটি সূত্র।
প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক আইন অনুসারে, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করার শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।
তবে কবে ওই তিনজনের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছিলেন- তিন ব্রিগেডিয়ার জেনারেল সামরিক কাস্টডিতে রয়েছেন। সূত্র: স্ট্রেইটস টাইমস, এনডিটিভি