নোয়াখালীতে পিঠা উৎসব

0

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের বার্ষিক পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলার প্রায় চিকিৎসক ও তাদের পরিবার ও সাংবাদিকসহ প্রায় ৭’শ লোকের সমাগম হয়। বিএমএ, নোয়াখালী জেলা শাখা সভাপতি ডা: এম এ নোমানের সভাপতিত্বে ও ডা: আবু নাসের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: আব্দুছ ছালাম, বিএমএ, নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: ফজলে এলাহী খাঁন, সহ-সভাপতি ডা: ন‚র মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা: মো: মাহবুব রহমান, আরএমও ডা: সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। 
এতে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা: মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা: সৈয়দ কামরুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এম এম রহমান, ডা. নুর নবী, ডা: তানিয়া পারভীন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ সহ মেডিকেল কলেজের শিক্ষক, নোয়াখালী জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আগত চিকিৎসকবৃন্দ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here