বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী সরকারের ব্যাপক লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দেশের গণতন্ত্র মৃতপ্রায়। দেশের মানুষ গণতন্ত্র হত্যাকারী, অর্থনীতি ধ্বংসকারী, গুম-খুন মামলা হামলা ও নির্যাতনকারী এ অবৈধ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
শুক্রবার বিকেলে ধোলাইপাড় গ্রীন হাউজ কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।
সভা সঞ্চালনায় করেন শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল।