সাড়ে তিন দশক আগে রাজধানীর সিদ্ধেশ্বরীতে আলোচিত সগিরা মোর্শেদ হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণার তারিখ আগামীকাল মঙ্গলবার।
এর আগে গত ২৫ জানুয়ারি এ মামলায় উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে রায়ের জন্য রেখেছিলেন। তখন রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৩–এর বিচারক মোহাম্মদ আলী রায় ঘোষণা পিছিয়ে ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করেন।
মামলায় অভিযুক্ত চার আসামি হলেন সগিরার ভাশুর চিকিৎসক হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন (৬৪), সায়েদাতুলের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) এবং মারুফ রেজা (৫৯)।