শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল ও টম ব্রান্টন। তিনে নামা কাইল মায়ার্সও দারুণ খেলছিলেন। তবে ভালো শুরু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি বরিশালের ব্যাটাররা।
২০ বলে তামিমের ৩৩, ২৪ বলে ব্রান্টনের ২৬ আর ২৭ বলে মায়ার্সের ঝোড়ো ৪৬ রানের পর ফরচুন বরিশালের আর কোনো ব্যাটারই রংপুর রাইডার্সের বোলারদের তোপের সামনে টিকতে পারেননি।
রংপুরের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন আবু হায়দার। হাসান মাহমুদের শিকার ২।