বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১০০তম ম্যাচ খেলে ফেললেন তামিম ইকবাল। বিপিএল ইতিহাসের ৮ম ব্যাটার হিসেবে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক।
বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন তামিম ইকবাল। একশো ম্যাচ পূর্ণ করতে তিনি খেলেছেন মোট ৮টি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।