কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসদ নেতা প্রভাত চন্দ্র বর্মণ (৫০)। সোমবার সকালে নিজ বাড়িতে তার আত্মহত্যার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষক প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে। তিনি শিমূলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের রাজারহাট উপজেলা শাখার সভাপতি ছিলেন।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।