দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ‘মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। এতে ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি।’
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয় অডিটরিয়ামে এ ঘোষণা দেন তিনি। মনিরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের জোট থেকে ৪৮টি ও জাতীয় পার্টি থেকে দু’টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। তফসিল অনুযায়ী, আপিল দায়েরের সুযোগ আছে। ২২ ফেব্রুয়ারি আপিল দায়েরের সময় আছে। আপিল নিষ্পত্তির সময় ২৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি।’