শ্রীময়ীকে বিয়ে করলেন কাঞ্চন

0

সম্পর্ক ভাঙার জল্পনার ইতি ঘটেছিল আগেই। তবে বিয়ে নিয়ে কানাঘুষা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পশ্চিবঙ্গের অভিনেতা কাঞ্চন মল্লিক। 

তিনি এবার গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সাথে। প্রকাশ্যে এসেছে তাদের বিয়ের ছবিও।

শ্রীময়ী বলেন, “এখনও বিশ্বাস করতে পারছি না যে, ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে গিয়েছি। একটা মিশ্র অনুভূতি কাজ করছে। দু’জনে মিলে সামনের দিনগুলি ভাল ভাবে কাটানোর কথা ভাবছি।” স্থানীয় গণমাধ্যমকে শ্রীময়ী আরও জানিয়েছেন আগামী ৬ মার্চ ঘরোয়াভাবে অনুষ্ঠান করা হবে। কোথায় অনুষ্ঠানটি হবে সে সব এখনও নির্ধারণ করা হয়ে ওঠেনি। আমন্ত্রিতদের তালিকাও প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। 

৬ মার্চের পর পুরোদস্তুর সংসার শুরু করবেন দু’জন।

পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয় গত ১০ জানুয়ারি। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here