সিডনিতে বাংলাদেশি ওয়েডিং এক্সপো অনুষ্ঠিত

0

সিডনিতে ‘নিকাহ বাই নাজিয়া মাহমুদ’র কর্ণধার নাজিয়া মাহমুদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশি ওয়েডিং এক্সপো ২০২৪’। শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মুখরিত ছিল ম্যাকুয়ারী লিংক ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবের প্রদর্শনী প্রাঙ্গণ।

প্রদর্শনীতে প্রায় পাঁচ হাজারেরও অধিক বাঙালির সমাগমে উৎসবমুখর এক পরিবেশের অবতারণা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি অফ ক্যান্টারবুরীর কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদাসহ সিডনির বাংলাদেশি কমিউনিটির আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উদ্যোক্তা নাজিয়া মাহমুদ ও প্রধান অতিথি কাউন্সিলর সানজিদা আক্তার বাংলার কারু ও ঐতিহ্যকে তুলে ধরতে ‘কারুতন্ত্র অস্ট্রেলিয়ার’ সৌজন্যে জামদানি শাড়ি পরিধান করেন।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে সিডনি প্রবাসী বাংলাদেশিদের ঢল প্রমাণ করে যে আমরা সুদূর প্রবাসে থেকেও আমাদের শেকড়কে ভুলতে পারিনি। আমাদের আবেগে, আমাদের ঐতিহ্যে, আমাদের অস্তিত্বে এখনো আমরা ষোলআনা বাঙালিত্বকে ধারণ করে চলেছি এ প্রবাসের বুকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here