মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ও নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী পানিসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে৷
ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু-এর কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে বলেছেন, “বোমা বোঝাই একটি ড্রোন খুব দ্রুত গতিতে ছুটে আসছে- এটি সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটি।”
ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় মার্কিন বাহিনীর সাথে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে তার মধ্যে মার্কিন এই কমান্ডার এসব কথা বললেন।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করলে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাতে শুরু করে।
সেখান থেকেই ইয়েমেন এবং আমেরিকা ও ব্রিটেনের মধ্যে সংঘাত চলে আসছে। এক পর্যায়ে ইয়েমেন ঘোষণা করে যে, লোহিত সাগরে এবং আশপাশের অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সব ধরনের জাহাজ হুথিদের বৈধ লক্ষ্যবস্তু।
সূত্র : পার্সটুডে।