ইউটিউব শর্টস’র নতুন ফিচার

0

এবার শর্টস-এ ‘রিমিক্স’ নামের নতুন ফিচার নিয়ে এলো ইউটিউব। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে পারবেন।

এর আগে গত বছর শর্টস প্ল্যাটফর্মের জন্য কোলাব এবং ফান এফেক্ট ফোর শর্টস এর মতো ফিচার নিয়ে এসেছিল ইউটিউব।

রিমিক্স ফিচারে ক্রিয়েটররা ভিডিও থেকে শব্দ নিতে পারবেন বা তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন।

নতুন এই ফিচার ব্যবহার করে শর্টস নির্মাতাদের ভিডিও বাড়ার সঙ্গে আয়ও বাড়বে। আশা করা হচ্ছে আগামী দিনে টিকটক থেকে বেশ জনপ্রিয়তা পাবে ইউটিউব ‘শর্টস’।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here