ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

0

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল সেখ (১৭) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে ভাঙ্গা পৌর সদরের পূর্ব হাসামদিয়া মহল্লায় একটি নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় টাইলসের কাজ করার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাশেদুল শেখ ফরিদপুর কোতোয়ালি থানার কবিরপুর চর গ্রামের আব্দুর রাজ্জাক শেখ এর ছেলে ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রাশেদুল ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার বাচ্চু মুন্সির বাড়ির দ্বিতীয় তলায়  টাইলসের কাজ করছিলেন। বিল্ডিং এর পিছনে কাজ করার সময় মেইন লাইনের বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here