গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে হতাশ কাতার

0

ফিলিস্তিনের গাজা উপত্যকার যুদ্ধবিরতি নিশ্চিতে জোর তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারী দেশ কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র।

তবে এরই মধ্যে এই যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে হতাশা ব্যক্ত করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি গত সপ্তাহে ইসরায়েল ও হামাস উভয় পক্ষের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এখন তিনি বলছেন, অনেক দেশের জেদের কারণে যুদ্ধবিরতির প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

গাজায় নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, গত কয়েক দিনের আলামত সত্যিই খুব আশাব্যঞ্জক নয়। সূত্র: রয়টার্স, বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here