বলিউড নায়িকা আলিয়া ভাটের নতুন কাজ আসছে পর্দায়। তবে সেই কাজে নায়িকাকে পর্দায় দেখা যাবে না। কারণ ‘পোচার’ নামের ওয়েব সিরিজে নির্বাহী প্রযোজক হয়েছেন তিনি। এই সিরিজের ট্রেইলার এসেছে সোশাল মিডিয়ায়।
সিরিজের গল্পের বিষয় হল হাতির ওপর নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড এবং হাতির দাঁতের চোরাকারবার। আলিয়া ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে বলেছেন, এই সিরিজের মাধ্যমে হাতির উপরে কি ধরনের অত্যাচার চলে, সেই সত্যিটা মানুষ জানতে পারবে।