পুলিশের চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো ওরা

0

৮ লাখ টাকায় মিলবে পুলিশ কনস্টেবল পদে চাকরি। শুধুমাত্র চাকরির আবেদন করেই টাকা দিলেই পাওয়া যাবে এই চাকরি। এমন প্রলোভনে প্রতারণাকালে প্রতারক চক্রের ৩ সক্রিয় সদস্যকে গেফতার করেছে ফরিদপুর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এসময় প্রতারক চক্রের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষারিত ১৪টি চেক, ৮টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও ৩ জন কনস্টেবল প্রার্থীর আবেদন ফরম উদ্ধার করা হয়।

শনিবার দুপুর ২টায় এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে এ তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. মোর্শেদ আলম।

সংবাদ সম্মেল থেকে জানানো হয়, সাধনা বিশ্বাস নামে এক মহিলা তার মেয়ে দীপা রাজবংশী কনস্টেবল পদে চাকরি প্রত্যাশী। প্রতারকচক্র পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আট লক্ষ টাকা চুক্তি সম্পাদন করে চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্প ও চেক নিয়েছে তার কাছে থেকে। কিন্তু তার মেয়ের পুলিশ কনস্টেবল পদে চাকরি হয়নি। বিষয়টি পুলিশ জানার পর বাদীকে থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here