সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রিন্স ফয়সাল বলেন, সৌদি আরব এখন গাজা যুদ্ধে যুদ্ধবিরতির দিকে মনোনিবেশ করছে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না বলে বারবার জানিয়েছে সৌদি আরব।
এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সাথে দেখা করেন। বৈঠকে তারা নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের অগ্রগতি এবং এ বিষয়ে গৃহীত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।