তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৫৯ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ৬ উইকেটে এই লড়াকু পুঁজি দাঁড় করায় দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় চট্টগ্রাম। মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও ১১ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ।
ঢাকার হয়ে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন শরিফুল। এ ছাড়া তাসকিন পেয়েছেন দুই উইকেট।