গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঘাইর এলাকার এক পরিত্যক্ত ডুবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন, ময়মনসিংহ জেলার গফরগাঁ থানার শিবগঞ্জ এলাকার আবুল হাশেমের ছেলে কাউসার হোসেন (২৫)। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাঘাইর এলাকায় শনিবার দুপুরে আলমগীরের মুরগির খামারের পাশে এক পরিত্যক্ত ডুবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।