বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময়

0

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবের হলরুমে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি আবদুল খান রতন অতিথিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। 

বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার সার্বিক তত্ত্বাবধানে এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে এই সিঙ্গেল কান্ট্রি ফেয়ার সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) সার্বিক সহায়তা প্রদান করবে।

বিজনেস ফোরামের সভাপতি আবদুল খান রতন জানান, অস্ট্রেলিয়ার ফেডারেল ও রাজ্য সরকারসহ স্থানীয় প্রায় ৩০টি চেম্বার অফ কমার্সের সাথে ফোরাম কাজ করে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য প্রসারের সুযোগ ও সম্ভাবনার পাশাপাশি পোশাক, পাট, ওষুধ, চামড়া, শিক্ষা এবং আইটিসহ দক্ষ জনশক্তি প্রেরণের ব্যাপারে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরার কাউন্সিলর তাহলীল মুন ও কাউন্সিলর রনি চাকমাসহ ফোরামের সদস্যরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here