ইয়েমেনের সশস্ত্র বাহিনী-ওয়াইএএফের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা পোলাক্স নামের একটি ব্রিটিশ তেলের জাহাজে হামলা চালিয়েছে।
এই হুথি নেতার দাবি, ওই তেলের জাহাজটিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে হুথি। উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
ইয়াহিয়া সারি আরো সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই তিন দেশের জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তার বাহিনী। আরব সাগর ও লোহিত সাগরে সব সময় হুথি নজর রাখছে বলেও জানান এই শীর্ষ জেনারেল।
৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের পরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই থেকেই ইসরায়েলগামী জাহাজ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে হুথি। পরে ইসরায়েলের পক্ষ নিয়ে ইয়েমেন হামলা চালানোয় হুথির হামলায় তালিকায় যোগ হয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম।