মৌসুমের প্রথম ভাগেই জুভেন্টাসের ক্ষতি ৯৫ মিলিয়ন ইউরো

0

২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ভাগে প্রায় ৯৫.১ মিলিয়ন ইউরো আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করেছে জুভেন্টাস। অথচ ইতালিয়ান ক্লাবগুলোর রাজস্ব বিষয়ে আর্থিক অনিমের কারণে এ বছর ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয়েছে জুভেন্টাস। 

গত বছর এ সময়ে যে ক্ষতি হয়েছিল তার থেকে ২৯.৫ মিলিয়ন ইউরো বেশী ক্ষতি হয়েছে জুভেন্টাসের। 

২০২২ সালের শেষে বেতন ও খেলোয়াড় ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িয়ে ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় জুভেন্টাস। গত ছয় বছরে সব মিলিয়ে তুরিনের জায়ান্টরা ৭০০ মিলিয়ন ইউরো ক্ষতি করেছে। সর্বশেষ ২০১৬-১৭ মৌসুমে ক্লাবটি আর্থিকভাবে লাভের মুখ দেখেছিল। 

সূত্র : রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here