রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর বগুড়া রোডে কবি জীবনানন্দ মিলনায়তনে কবিতা পরিষদের আয়োজনে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে কবিতা পাঠের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিএম কলেজ মাঠে ৩ দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. এএস কাইয়ুম উদ্দীন আহমেদ।
উদ্বোধন শেষে জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।