টাঙ্গাইলের গোপালপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালপুর থানার ওসি এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর বাস স্টেশনে যাচ্ছিলেন। এ সময় তারা উপজেলার ঝাওয়াইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকনিকের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এ সময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।