বগুড়ার শাজাহানপুরে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বীরগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালক নাটোর সদর উপজেলার আল আমিন (৩৯), কুড়িগ্রাম সদর উপজেলার কুদ্দুস মিয়া (৩৭) ও চালকের সহকারী উলিপুর উপজেলার নূর ইসলাম (২২)।
ওসি আরও বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ আছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।