গোপালপুরে সংসদ সদস্যকে গণসংবর্ধনা

0

টানা দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে গোপালপুর উপজেলায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল রৌফ চান মিয়া, এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ড. নূরনব্বী, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। 
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ছোট মনিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়৷ পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here