ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

0

নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত মারজিনা পারভিন রিনি (৩২) শিবপুর বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।

শিবপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন জাোন, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে কি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here