স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি টেসলার সাইবার ট্রাকে জং ধরছে!

0

টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছিলেন, তার প্রতিষ্ঠানের তৈরি সাইবার ট্রাকে কোনো দাগ বা আঁচড় পড়বে না। কারণ, এটা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। 

কিন্তু উইল নামের এক ব্যবহারকারী  অভিযোগ করেছেন, মাত্র দুই দিন বৃষ্টির পানিতে ভেজার পর তার বিদ্যুৎ-চালিত পিকআপটির বাইরের অংশে জং ধরেছে। 
 ফলে ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে,  সাইবার ট্রাক স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি কি না

জং ধরার পর সাইবার ট্রাকটি টেসলার একটি মেরামত কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার কর্মীরা জানান, এ মুহূর্তে এ ধরনের দাগ বা জং মুছে ফেলার জন্য উপযুক্ত কোনো সমাধান তাদের জানা নেই। সমস্যা সমাধানে প্রায় এক মাস সময় প্রয়োজন হতে পারে।

উইলের মতো আরও কয়েকজন সাইবার ট্রাক ব্যবহারকারী গাড়িটির বাইরের অংশে দাগ পড়ার পাশাপাশি ক্ষত তৈরির অভিযোগ করেছেন।

রেক্সার নামের এক ব্যবহারকারী জানিয়েছেন, বৃষ্টির সময় গাড়ি চালানোর পর সাইবার ট্রাকের বাইরের অংশে কমলা রঙের ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। স্টেইনলেস স্টিলের তৈরি হলে সাধারণ বৃষ্টির পানিতে সাইবার ট্রাকে জং ধরার কথা নয়।

তবে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টেসলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here