বিপিএলের ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সকে ১২৯ রানের টার্গেট দিয়েছে দুর্দান্ত ঢাকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া ঢাকা আর খুব একটা ঘুরে দাঁড়াতে পারেনি। সবমিলিয়ে নির্ধারিত ৭ উইকেট হারিয়ে ঢাকা তুলতে পেরেছে ১২৮ রান।
মাঝখানে অ্যালেক্স রোজ ও ইরফান শুক্কুর হাল ধরার চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি। তারা দুজনেই ব্যক্তিগত ২৫ রান করে ফিরেছেন সাজঘরে।
খুলনার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওয়েন পার্নেল ও মুকিদুল হাসান।